শিশুর প্রতি সহিংসা বন্ধে কর্মশালা


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে রেডিও বড়ালের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আড়ানীর রেডিও বড়ালের আয়োজনে স্টেশন কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্টিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও বড়ালের সিইও শাহরিয়ার লিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। রেডিও বড়ালের চিফ কোঅডিনেটর খন্দকার মোনাসিব ফয়সালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন প্রমুখ।

আয়োজিত কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইন সৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির প্রতিনিধি, স্কুল শিক্ষক, উন্নয়ন কর্মী, সংবাদ কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী ও শিশুদের নিয়ে কর্মরত প্রতিনিধি, এতিমখানা ও শিশু নিবাসের প্রতিনিধি এবং স্থানীয় সুধীমহল অংশ গ্রহণ করেন।

শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে নিজ নিজ অবস্থান থেকে স্বাক্ষরের মাধ্যমে ওয়াদাবন্ধ হন অংশ গ্রহণকারীরা। পরে রেডিও বড়ালের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালায় টেইনার হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রফেসার সাতিল সিরাজ।


শর্টলিংকঃ