শ্বাসকষ্ট শুরুর পরই মসজিদের ইমামের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড উপসর্গ নিয়ে মসজিদের এক ইমাম মারা গেছেন। দুপুরে তাঁর হঠাৎ শ্বাসকষ্ট হয়। ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩০)। আজ সোমবার বেলা আড়াইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীর আলমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে। তিনি রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর বাজার মসজিদের ইমামতি করতেন।

হাসপাতাল সূত্র ও মৃত জাহাঙ্গীরের চাচা জানান, জাহাঙ্গীর আলমের আগে কোনো সমস্যা ছিল না। দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট উঠলে তাঁরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এখানে আসার ঘণ্টাখানেক পরই তিনি মারা যান। পরিবারের সদস্যরা তাঁর লাশ নেওয়ার জন্য এসেছেন।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, মৃত ব্যক্তির কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গতকাল রোববার রাতে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে নওগাঁর পোরশা উপজেলার আবু বক্কর সিদ্দিক (৬২) উপসর্গে মারা যান। তিনি ১৭ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে, ‘কোভিড-১৯ সাসপেক্টেড’। মৃত্যুর পর তাঁরও নমুনা সংগ্রহ করা হয়েছে।


শর্টলিংকঃ