শ্রীলংকায় বোমা তৈরির কারখানায় ছিল ১১ বাংলাদেশি!


ইউএনভি ডেস্ক:

শ্রীলঙ্কায় আত্মঘাতী সিরিজ বোমা হামলার পর ওই দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ১১ বাংলাদেশি শ্রমিককে। দেশে ফেরার পর শুক্রবার বিকেলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে রাত ১২টার দিকে ওই শ্রমিকদেরকে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম তাদের হেফাজতে নেয়।

বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেন বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য। তারা জানান, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে শ্রীলঙ্কা থেকে আগত ১১জন বাংলাদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) হেফাজতে নিয়েছে।

কাউন্টার টেররিজমের একটি সূত্র থেকে জানা যায়, কলম্বোর উপশহর এলাকায় ইনসাফ ইব্রাহীম নামে এক ব্যক্তির তামা কারখানায় কাজ করতেন তারা। পুলিশের বরাত দিয়ে শ্রীলঙ্কান গণমাধ্যম বলছে, আত্মঘাতী হামলায় ব্যবহৃত বোমাগুলো ইনসাফ ইব্রাহীমের ওই তামার কারখানাতেই তৈরি হয়েছিল।

হামলার পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরে সেখানে কাজ করা বিদেশি শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।


শর্টলিংকঃ