সংসদীয় কমিটিতে ইঞ্জিনিয়ার এনামুল


নিজস্ব প্রতিবেদক :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। রোববারের অধিবেশনে সংসদ নেতার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ নয়টি কমিটি গঠনের প্রস্তাব করেন।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পরে প্রস্তাবগুলো ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। এ নিয়ে মোট ৩৪টি সংসদীয় কমিটি গঠন করা হল।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে একাব্বর হোসেনকে। তিনি গত দশম সংসদেও একই দায়িত্বে ছিলেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন- মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, আবু জাহির, রেজওয়ান আহাম্মেদ তৌফিক, ছলিম উদ্দিন তরফদার, শেখ সালাউদ্দিন ও সৈয়দ আবু হোসেন বাবলা।

প্রকৌশলী এনামুল হক রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এর আগের মেয়াদে তিনি বানিজ্য মন্ত্রণালয় ও সংসদের লাইব্রেরী কমিটির সদস্য ছিলেন।


শর্টলিংকঃ