সংস্কৃতি মানুষকে হতাশা থেকে বাঁচায়: হাসান আজিজুল হক


নিজস্ব প্রতিবেদক, রাবি:

সংস্কৃতি চর্চার অভাবে শিক্ষার্থীরা মাদকে ঝুঁকছে ও নেশাগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ গণশিল্পী সংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ৩৫ বছর পূর্তি উৎসবের অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ গণশিল্পী সংস্থার ৩৫ বছর পূর্তিউৎসবের উদ্বোধন করেন হাসান আজিজুল হক

প্রধান অতিথির বক্তব্যে হাসান আজিজুল হক বলেন, ‘সংস্কৃতি মানুষকে হতাশা থেকে বাঁচায়। সংস্কৃতি চর্চা করলে অপসংস্কৃতি, লোভ লালসার জীবন, বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়া যাবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা নেই। যার ফলে শিক্ষার্থীরা মাদকে ঝুঁকছে এবং নেশাগ্রস্থ হচ্ছে।’

কথাশিল্পী হাসান আজিজুল হক আরও বলেন, সকল অন্ধকার, বিভেদ-বৈষম্য, শাসন শোষণের বিরুদ্ধে, সাম্য স্বাধিকারের মিছিলে প্রথম সারিতে ছিল গণশিল্পী। তবে গণশিল্পীর বয়সের পরিবর্তন হলেও বাংলাদেশে সংস্কৃতি চর্চার তেমন পরিবর্তন হয়নি। তাই এমন সংস্কৃতি আন্দোলন গড়ে তুলতে হবে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলন, বরণ্যে মানুষেরা থাকবে। সেই মানুষদেরই অনুসরণ করবে সুস্থ সমাজ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করে গণশিল্পী সংস্থা

এর আগে ‘শিল্প সংস্কৃতি সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ শ্লোগানকে সামনে নিয়ে সংগঠনটির কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুর সৈনিক ও বাংলাদেশে গণশিল্পী সংস্থার সভাপতি সুজেয় শ্যাম। পরে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান, রাবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মিনা মিজানুর রহমান প্রমূখ।


শর্টলিংকঃ