সাপাহারে মুক্তিযোদ্ধা মোত্তালিবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার মুক্তিযোদ্ধা মোত্তালিব এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার দুুপুর ২টায় নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম ও গার্ড অফ অনার প্রদান করেন।

সাপাহারে মুক্তিযোদ্ধা মোত্তালিবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গার্ড অফ অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৯৭১সালে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বার্ধক্য ও হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শুক্রবার দিবাগত রাত্রি সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইন্না…..রাজিউন।

মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৬৮বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতী, নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম,উপজেলা প্রানীসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, উপ-সহকারী প্রোকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,আলহাজ্ব আব্দুল জব্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ