স্ত্রী নির্যাতন মামলায় পুলিশ সদস্যের তিন বছর জেল


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন মামলায় এক পুলিশ কনস্টেবলের ৩ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, চাঁপাইনবাবগঞ্জ এর বিচারক মো. শওকত আলী এ রায়  ঘোষণা করেন।  দণ্ডপ্রাপ্ত  উজির আলী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবীঘী গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।

দণ্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবল  (হাতকড়া পরা)  উজির আলী

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, গত ২০১২ সালের ১২ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালপুকুর আশ্রয়ন গুচ্ছগ্রামের মৃত শাহিন আলীর মেয়ে শাহনাজ খাতুনের সাথে উজির আলীর বিয়ে হয়। তিনি ২ সন্তানের জনক হওয়ার পর গোপনে আরেকটি বিয়ে করেন।

পরে বিয়ের বিষয়টি জানাজানি হলে এনিয়ে  বাধ সাধলে তার ১ম স্ত্রী শাহনাজকে নির্যাতন করেন উজির।  এ ঘটনায় শাহনাজ বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে গত ২০১৮ সালের ১৬ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। পরে, ২০১৮সালের ১৭ এপ্রিল সদর থানার এসআই রনি সাহা উজির আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ সোমবার দুপুরে নারী ও শিশু দমন সংশোধিত (০৩) এর ১১/গ ধারায় বিচারক এই রায় দেন।  রায়ে তিন বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


শর্টলিংকঃ