স্ত্রী-সন্তানের কথা ফাঁস হওয়ায় সভা ছেড়ে পালালেন ছাত্রলীগ সভাপতি


নিজস্ব প্রতিবেদক :

বিয়ের খবর ফাঁস হয়ে যাওয়ায় কর্মীদের তোপের মুখে পড়ে সভা ছেড়ে পালিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা। কর্মীদের অভিযোগ, বিয়ের কথা গোপন রেখে হামিদ সভাপতি হয়েছিলেন কয়েক বছর আগে। সেই কমিটি এখনো বহাল।  কিন্তু সম্প্রতি তা ফাঁস হয়ে যায়। যা পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে গেছে। 

গোদাগাড়ি পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা। ছবি: সংগৃহিত।

এদিকে, ঘটনায় সোমবার সকালে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিবাহিত ছাত্রলীগ সভাপতি হামিদ রানাকে প্রত্যাখ্যান করলো সাধারণ কর্মীরা’। এর আগে রোববার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের এক সভায়  অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা রুবেল হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে  লিখেছেন, ‘গোদাগাড়ী পৌরসভা ছাত্রলীগের বিবাহিত সভাপতি ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও রেসারেসির জেরে আমাকে বরখাস্ত করতে গিয়ে সাধারণ কর্মীদের তীব্র বাধায় ব্যর্থ হলো। এ সময় তৃণমূল ছাত্রলীগ কর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানালে, সে দ্রুত সভাস্থল ত্যাগ করে। আমার প্রতি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আমি জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির কাছে বিচার দাবি করছি’।

এবিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর তাদের কমিটি গঠন হয়। এর এক বছর পর তিনি জানতে পারেন তার সভাপতি হামিদ রানা বিবাহিত। গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা হক বাবুর বোন আলো রানীকে তিনি বিয়ে করেছেন। এখন তার চার বছরের একটি ছেলে রয়েছে। অথচ গঠনতন্ত্র অনুযায়ী, বিবাহিত কেউ ছাত্রলীগ করতে পারবে না।

                                                                                                 ফেসবুকে রুবেল হোসেনের স্ট্যাটাস

রুবেল আরও জানান, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য হামিদ রানা এখন তাকে বহিস্কার করতে চান। এ জন্য তিনি বহিরাগত ছেলেদের নিয়ে বর্ধিত সভা ডাকেন। খবর পেয়ে তিনিসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যান। সেখানে বিবাহিত হওয়ার কারণে উল্টো হামিদ রানাকেই পদত্যাগ করার দাবি ওঠে। তখন দ্রুত সভা ত্যাগ করেন হামিদ রানা।

তবে ছাত্রলীগ নেতা হামিদ রানা  স্ত্রী ও সন্তান থাকার কথাও অস্বীকার করে বলেন, রুবেলের ফেসবুক পোস্ট তিনি দেখেছেন। কিন্তু এসব মিথ্যা কথা। তিনি বিয়ে করেননি। কোনো অনৈতিক কাজের সাথেও জড়িত নন। সব সময় ছাত্রলীগের জন্যই কাজ করেন।

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, হামিদ রানার বিয়ের খবর তিনিও শুনেছেন। কিন্তু গোদাগাড়ী পৌর ছাত্রলীগের কমিটি গঠন হয়েছে তিনি সভাপতি হওয়ারও আগে।  তবে উপজেলা নির্বাচনের পর সব উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ভেঙে নতুন কমিটি করা হবে।


শর্টলিংকঃ