স্বতন্ত্র হয়েও আ.লীগের প্রার্থী হিসেবে দাবি: শফিকুর রহমানকে শোকজ


নিজস্ব প্রতিবেদক:

স্বতন্ত্র প্রার্থী হয়েও নিজেকে আওয়ামী লীগ সভানেত্রীর মনোনীত প্রার্থী হিসেবে প্রচার করে ভোট চাওয়া এবং নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রাজশাহী ২ আসনে নির্বাচন

১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে করা অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী – ২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক শফিকুর রহমান বাদশাকে কারণ দর্শানোর এই নোটিশ দেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দেওয়া ওই নোটিশে বলা হয়েছে, ভোটের মাঠে শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগ ও দলের সভানেত্রী মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করছেন। এ ছাড়া তিনি ফজলে হোসেন বাদশার ব্যানার-পোস্টারের ওপরে নিজের ব্যানার-পোস্টার লাগিয়েছেন। এসব অভিযোগ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাই শফিকুর রহমান বাদশার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে না, তা ৩১ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রতিনিধির মাধ্যমে জানাতে বলা হয়েছে।

আরও পড়তে পারেন হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নৌকার বিপক্ষে রাজশাহী যুবলীগ নেতাদের একাংশ


শর্টলিংকঃ