হার্টের রিংয়ের দাম সমন্বয়ে জাতীয় কমিটির বৈঠক


ইউএনভি ডেস্ক:

হৃদরোগের জরুরি চিকিৎয় ব্যসাবহৃত রিংয়ের (স্টেন্ট) দাম নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসনের উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রোববার সকাল সাড়ে ১০টায় দাম সমন্বয়ে জাতীয় কমিটি নিয়ে জরুরি বৈঠক শুরু করেছে অধিদপ্তর। বৈঠকে দাম নির্ধারণে জাতীয় কমিটির ১৩ সদস্যে বাইরে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে হার্টের রিং সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে ডাকা হয়নি।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঔষধ প্রশাসন অধিদপ্তর হার্টের স্টেন্টের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে, যা আগের চেয়ে কম। ১২ ডিসেম্বর সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে চিঠি দিয়ে বলা হয়, ১৬ ডিসেম্বর থেকে নির্ধারিত দামে স্টেন্ট বিক্রি করতে হবে।এতে যুক্তরাষ্ট্রের তিন কোম্পানির ক্ষেত্রে ‘মার্কআপ ফর্মুলা’ অনুসরণ করা হলেও রিং সরবরাহকারী ইউরোপের ২৪টি কোম্পানিকে এ তালিকায় রাখা হয়নি। দাম নির্ধারণে বৈষম্যের অভিযোগ এনে সরবরাহকারী ব্যবসায়ীরা ধর্মঘট ডাক দেয়। এটি এখনও চলমান রয়েছে।

এতে সঠিক আকৃতির রিং না পাওয়ায় বিভিন্ন হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ থেকে রোগীকে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। রোগীদের যেমন দুর্ভোগ বেড়েছে, তেমনি দ্বিগুণ দাম দিয়ে রিং কিনতে হচ্ছে। সংকট নিরসনে বঙ্গবন্ধু শেখ মুজব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগ থেকে উপাচার্যের কাছে চিঠি দেওয়া হয়েছে।

 


শর্টলিংকঃ