৬০ মিনিটে ৩০০ পিজ্জা বানাচ্ছে রোবট


ইউএনভি ডেস্ক:

রোবটের দাপট এখন রেস্তোরার রান্নাঘরেও পৌঁছে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সফটওয়্যার নিয়ন্ত্রিত রোবটটি বানিয়েছে সিয়াটলভিত্তিক মার্কিন স্টার্টআপ পিকনিক। রোবটটি ঘণ্টায় ১৮ ইঞ্চির ১৮০টি ও ১২ ইঞ্চির ৩০০টি পিজ্জা বানাতে পারে। কম সময়ে বেশি পিজ্জা বানাতে এতে আছে এআই সফটওয়্যার, ক্লাউড ও ডিপলার্নিং প্রযুক্তি।

যুক্তরাজ্যের বিখ্যাত ক্যাটারিং সেবা সেন্টারপ্লেট পিজ্জা তৈরির রোবটটি কিনেছে। ক্রেতাদেরকে শুধু তাদের অ্যাপে গিয়ে পিজ্জার আকার ও সংখ্যা জানাতে হবে। এরপর হাতের স্পর্শ ছাড়াই তৈরি হবে পিজ্জা।

আগামী মঙ্গলবার লাস ভেগাসে শুরু হবে কনজিউমার ইলেক্ট্রনিক শো (সিইএস)। ৪ দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী ও দর্শনার্থীদের জন্য পিজ্জা বানাবে রোবটটি।

সেন্টারপ্লেটের সিইও জানিয়েছেন, রোবট দিয়ে খাবার বানানো যাবে দ্রুত গতিতে, সেবার মানও ভালো হবে।

পিকনিকের সিইও ক্লেটন উডের মতে, সিইএসে বেশিরভাগ রোবটই আনা হয় প্রদর্শনীর জন্য। ভবিষ্যতে রোবট দিয়ে কী করা সম্ভব তাই সেখানে দেখানো হয়। তবে আমাদের রোবটটি রিয়েল টাইমে পিজ্জা বানিয়ে দেখাবে।


শর্টলিংকঃ