নাচোলে এসেডো’র উদ্যোগে তালবীজ বপন


নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসেডোর উদ্যোগে বজ্রপাত নিরোধক ১ হাজার তালবীজ বপন করা হয়েছে। আজ রবিবার দুপুরে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের নাচোল-সোনাইচন্ডি সড়কের দুপাশে তালবীজ বপন করা হয়।

 

তালবীজ বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, আ’লীগ নেতা স্বপন সাহা, সাবেক ছাত্রলীগের সভাপতি কাবুুল হোসেন, এসেডো’র মাঠ সমন্বয়কারী ডেইজী খাতুন ,সুমি খাতুন ও আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় ও বজ্রপাত রোধকল্পে তালগাছ বিশেষ ভূমিকা রাখতে পারে বলে পরিবেশ বিজ্ঞানীদের পরামর্শে তালবীজ বপন কর্মসূচি গ্রহণ এসেডো।

নাচোলে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ।
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫জন প্রতিবন্ধীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে উপকরণ বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মজিদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর- রশিদ, সহকারি মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন। আলোচনা শেষে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার, ক্র্যাচ ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়।


শর্টলিংকঃ