অল্প সিট পেয়ে অভিমানে সংসদে আসছে না ঐক্যফ্রন্ট: প্রধানমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

নির্বাচনে বিজয়ী হওয়ার পর সংসদে না আসা জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তারা নির্বাচনে অংশ গ্রহণ করেও অল্প সিট পেয়েছে বলে অভিমানে সংসদে আসছেন না। আমি মনে করি- এটা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত।’

একাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চেয়েছি সকলে সন্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলবো। তাই আমি নির্বাচনের আগে সকল দলকে ডেকেছিলাম, সুন্দর পরিবেশে বৈঠক করেছি এবং সকলকে আমি আমন্ত্রণ করেছিলাম যে সকলে যেন নির্বাচন করে।

তিনি আরও বলেন, বিগত ১০ বছরের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের সুফল দেশের জনগণ পেয়েছে। এজন্যই তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়েই রেখেছিলো নৌকা মার্কায় ভোট দেবে এবং জনগণ সেই ভোট দিয়েছে।#


শর্টলিংকঃ