নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া :
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম মিঠু (২৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে পুঠিয়া সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘাটনা ঘটে।

নিহত মিঠু পুঠিয়া পৌরসভার বাজার এলাকার মোখলেসুর রহমানের ছেলে। উপজেলা সদরে তার একটি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠু বাইসাইকেলযোগে দোকানে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মিঠু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর ঝলমলিয়া এলাকায় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছেন। তবে এর চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।