অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সিটি চার্চে প্লেব্যাক সম্রাটের শবদেহ


নিজস্ব প্রতিবেদক:

অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রামেক হাসপাতালের হিমঘর থেকে সিটি চার্চে নেওয়া হয়েছে প্লেব্যাক সম্রাটের শবদেহ।  সকাল ৯টা থেকে বিদায় পর্ব শুরু হয়েছে। এরপর নগরের শ্রীরামপুরে খ্রিস্টান ধর্মালম্বীদের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

সকাল ১১টার মধ্যে শেষকৃত্য অনুষ্ঠান শেষ করে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কিশোরকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ শরিফুল আলম বাবু।

সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে কিশোরের লাশ বের করে চার্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে পাশেই খ্রিস্টান কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

এদিকে এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, কিশোরের পছন্দের জায়গায় সমাহিত করা হবে তাঁকে। তবে পরিবর্তন আনা হয়েছে শেষকৃত্য অনুষ্ঠানে। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য আগে তাঁর মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে।


শর্টলিংকঃ