অবশেষে চলেই গেল অভিমানী মুন্নি


একে একে দুবার জেএসসিতে অকৃতকার্য হয় স্কুলছাত্রী মুন্নি। এর পরই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সে। দুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেল মেয়েটি।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত মুন্নি মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের ভ্যানচালক মজনু মিয়ার মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, মুন্নি গত বছরের জেএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল। এবারও ৩১ ডিসেম্বর প্রকাশিত ফলে অকৃতকার্য হওয়ায় বাড়িতে রাখা বিষ (গামাক্সন) পান করে মুন্নী।

গুরুতর অবস্থায় তাকে ওই দিন বিকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম শাওন বলেন, সাধারণত এ জাতীয় বিষ কেউ পান করে এর আগে হাসপাতালে কেউ আসেনি। ওয়াশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল মেয়েটিকে। রোগীর স্বজনরা তাকে ময়মনসিংহ নেয়ার ব্যবস্থা করেনি।


শর্টলিংকঃ