আরও পাঁচটি চাঁদের খোঁজ পেয়েছে নাসা


সৌরজগতের শনি গ্রহের আরও পাঁচটি চাঁদের খোঁজ পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদগুলো এতদিন বলয়ের আড়ালে লুকিয়ে ছিল। বছর দুয়েক আগে নাসার মহাকাশযান ‘ক্যাসিনি’ ঢুকে পড়েছিল শনির বলয়ের মধ্যে।

সে সময় ক্যাসিনির নজরে পড়ে যায় চাঁদগুলো। তবে তখন পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কারণ সেগুলো ছিল পুরোপুরি বরফে মোড়া। ক্যাসিনির পাঠানো ছবিতে পাঁচটি চাঁদ স্পষ্ট হয়েছে। তাদের নাম দেয়া হয়েছে- ‘প্যান’, ‘অ্যাটলাস’, ‘ড্যাফনিস’, ‘প্রমিথিউস’ ও ‘প্যান্ডোরা’।

জ্যোতির্বিজ্ঞানীরা দেখেছেন, পাঁচটির মধ্যে যে দুটি চাঁদ শনির বলয়ের খুব কাছাকাছি, সেগুলোর পিঠ বেশি এবড়োখেবড়ো আর আকারে অনেকটা ডিম বা লম্বাটে আলুর মতো। ওই দুটি চাঁদের নাম ড্যাফনিস ও প্যান। অন্যগুলো বরফে ঢাকা।


শর্টলিংকঃ