ইউপি নির্বাচনে রাজশাহী বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা


নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার নির্বাচনে একটি পৌরসভা ও ৭১টি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার দুপুরে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠকে তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, আবুল হাসানাত আবদুল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভায় মো. রফিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীনরা। রাজশাহী বিভাগের  তালিকা দেয়া হল-

রাজশাহী বিভাগ : রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়ন পরিষদে মো. আশরাফ খান, জিউপাড়া ইউনিয়ন পরিষদে মোসা. হোসনেয়ারা, তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদে মো. মাইনুল ইসলাম, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদে মো. তাজুল ইসলাম, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে মো. সেকেন্দার আলী, সদর উপজেরার শাখারিয়া ইউনিয়ন পরিষদে মো. এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদে মো. আবদুর রহিম বিশ্বাস, নাটোর জেলার লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদে মো. ইমদাদুল হক, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদে মো. লিখন দলীয় মনোনয়ন পেয়েছেন।

 

 


শর্টলিংকঃ