চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ : অধ্যক্ষ কারাগারে


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
কলেজে প্রভাষক পদে চাকরি প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে এক অধ্যক্ষকে গতকাল বৃহস্পতিবার রাজশাহীর চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন।


সিরাজুল ইসলাম (৫৫) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া কলেজের অধ্যক্ষ। প্রতারণার শিকার হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে রাজশাহী চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রাজশাহীর বাঘা উপজেলার তেঁপুকুরিয়া গ্রামের আজিজুল আলমের ছেলে আওয়াল আহমেদ (৩২)।

মামলার আরজি সূত্রে জানা গেছে, বিষয় অনুমোদন না থাকা সত্ত্বেও অধ্যক্ষ সিরাজুল আলম প্রতারণামূলকভাবে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি দেখিয়ে অধ্যক্ষ চাকরি প্রার্থী আওয়াল আহমেদের সঙ্গে পাঁচ লাখ টাকার চুক্তি করেন। চাকুরী নেয়ার আসায় আওয়াল আহম্মেদ গত ৪ ফেব্রুয়ারি অধ্যক্ষকে নগদ ২ লাখ টাকা এবং ১ লাখ টাকার চেক প্রদান করেন। বাকি টাকা চাকরি হওয়ার পরে দেয়ার কথা হয়।

কিন্তু গত ১২ এপ্রিল অধ্যক্ষ টাকা নেয়ার কথা অস্বীকার করেন। এ ঘটনায় ১৬ এপ্রিল আওয়াল আহম্মেদ আদালতে মামলা করেন। ওই দিনই চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার আসামি অধ্যক্ষ আজিজুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং নাটোরের পুলিশ সুপারকে গত ১৬ মে এর মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখের আগে গত ৬ মে অধ্যক্ষ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত ২৭ জুন পর্যন্ত তাঁর অন্তর্ব্র্তীকালীন জামিন মঞ্জুর করেন। এরপর ২৭ জুন দুই পক্ষের উপস্থিতিতে আবার জামিনের শুনানি হয়। আদালত শুনানি শেষে আসামি অধ্যক্ষের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন নাটোরে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে তিন ছাত্রী দগ্ধ


শর্টলিংকঃ