অবশেষে ওএসডি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আজাদ


নিজস্ব প্রতিবেদক:
অবশেষে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে ওএসডি করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে তাকে বদলি করে শিক্ষা অধিপ্তরে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা অধিপ্তরের এক পরিপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মনজুর রহমান খান।

এদিকে চেয়ারম্যানের বদলির খবরে রাজশাহীর শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই ফেসবুকেও চেয়ারম্যানের বদলির পর আনন্দ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।

প্রসঙ্গত, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রায় ৯ বছর ধরে শিক্ষা বোর্ডের সচিব ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন। আর এসব পদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ব্যাপক অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।  সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।


শর্টলিংকঃ