ঈশ্বরদীতে মদপানে বাবা-ছেলের মৃত্যু


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

ঈশ্বরদী বিষাক্ত মদ (চুয়ানি) পান করে বাবা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার রেলগেটস্থ হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।

হরিজন সম্প্রদায়ের একজন নেতা জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান ছিল। নিজেদের তৈরি করা মদ (চুয়ানি) পান করেন রমেশ ও তার ছেলে সোহাগ। রাতে প্রথমে রমেশ মারা যান। এরপর তার ছেলে সোহাগও মারা যান।

রাতেই বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়েছে। এঘটনায় পল্লীতে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় চিকিৎসকরা জানান, তৈরিকৃত মদ বিষাক্ত ছিল। তা অতিরিক্ত পরিমাণে পান করায় তাদের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শামসুল আলম জানান, এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।


শর্টলিংকঃ