করোনা আতঙ্কে সীমান্ত বন্ধ করে দিলো সিরীয় সরকার


 ইউএনভি ডেস্ক:

করোনা সংক্রমণের ভয়ে সিরিয়ার বাশার আল আসাদের সরকার সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরেও এক প্রদেশ থেকে আরেক প্রদেশে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে। খবর রয়টার্সের।

করোনা আতঙ্কে সীমান্ত বন্ধ করে দিলো সিরীয় সরকার

সিরিয়ায় এরই মধ্যে ১৯ জন আক্রান্তের মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অবশ্য সীমিত সরঞ্জামের কারণে একদিনে ১০০-এর বেশি মানুষকে পরীক্ষা করাও যাচ্ছে না। অফিসে আদালতে উপস্থিতির সংখ্যাও কমে গেছে। এর মধ্যে অর্ধেক পরীক্ষা রাজধানী দামেস্কেই হয়ে থাকে।

এদিকে, ১০ বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে সরকারের নিয়ন্ত্রণের বাইরেও এলাকা রয়েছে, যেগুলোর খবর এখনো পাওয়া যাচ্ছে না। এদিকে বিশেষজ্ঞদের ধারণা, সরকার রাজনৈতিক কারণে দেশের প্রকৃত অবস্থা জানাচ্ছে না।

লন্ডনভিত্তিক থিংক-ট্যাংক চ্যাটাম হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা জাকি মেহচি বলেন, চিকিৎসা কর্মকর্তারা বিশ্বাস করেন, সরকার যা বলেছে, তারচেয়ে অনেক বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে মৃতের সংখ্যা নেহাত কম নয়।তাদের অভিযোগ, নিরাপত্তা সদস্যরা তাদের প্রকৃত সংখ্যা জানাতে নিরুৎসাহিত করে।

ত্রাণ সংস্থাগুলো বলেছে, যুদ্ধবিগ্রহে দেশটির স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নানারকম সীমাবদ্ধতা তৈরি হয়েছে। হাসপাতালগুলো ধ্বংস করে দেয়া হয়েছে। প্রায় একদশক ধরে যুদ্ধবিধ্বস্ত দেশে মহামারি খুব সহজেই হানা দিতে পারে। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী সিরিয়ার দুই- তৃতীয়াংশ হাসপাতাল ধ্বংস অথবা অকার্যকর হয়ে গেছে। ৭০ ভাগ চিকিৎসক ও চিকিৎসাকর্মী ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছে।


শর্টলিংকঃ