করোনা: বাঘায় নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাবার বিতরণ


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে বরাদ্দকৃত এই চাল বিতরণ করা হয়।

করোনা: বাঘায় নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাবার বিতরণ

উপজেলার বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা রুবেল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী প্রমুখ।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিন রেজা বলেন, করোনা ভাইরাস সংক্রমণে ঘর থেকে বেরোতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ফলে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার থেকে ৩৬ টন বরাদ্দকৃত চাল বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে পৌছে দেয়া হচ্ছে।


শর্টলিংকঃ