কারাভ্যন্তরেও বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নেই:ফকরুল


ইউএনভি ডেস্ক:

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের সরকারি দমননীতির শিকার হয়ে শুধু বাইরেই নয় মিথ্যা মামলায় কারাভ্যন্তরেও তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। কারাগারে বিএনপি নেতাদের একের পর এক জীবন চলে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কুষ্টিয়া কারাগারে কারা কর্তৃপক্ষের চরম অবহেলায় এম এ শামীম আরজুর অকাল মৃত্যুতে মরহুমের পরিবারবর্গের ন্যায় আমিও সমব্যাথী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ও বলিষ্ঠ সংগঠক মরহুম এম এ শামীম আরজু কুষ্টিয়া জেলা বিএনপিতে অত্যন্ত সুপরিচিত একটি নাম।’বৃহস্পতিবার রাতে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম এ শামীম আরজু গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদনের সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারান্তরীণ অবস্থায় মৃত্যুবরণ করেন।’

বিষয়টিকে কারা কর্তৃপক্ষের ‘চরম অবহেলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আরজুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

ফখরুল তার বিবৃতিতে বলেন, ‘কারাভ্যন্তরে তার মৃত্যু স্বাভাবিক নয়, বরং এটি একটি হত্যা। সরকারের নীলনকশা অনুযায়ী আরজুকে পৃথিবী থেকে চলে যেতে হলো। কারাকর্তৃপক্ষের চক্রান্তে আরজুর মৃত্যুর জন্য সরকারই দায়ী। কুষ্টিয়া জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তার গতিশীল নেতৃত্বের জন্যই তিনি সরকারের প্রতিহিংসার শিকারে পরিণত হয়েছেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে মৃত্যুবরণকারী এম এম শামীম আরজুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।


শর্টলিংকঃ