গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স তদারকিতে ইবি ছাত্রলীগ


ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) শিক্ষার্থীদের পরিবহনের জন্য ভাড়ায় চালিত গাড়িগুলোর চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস তদারকি করেছে শাখা ছাত্রলীগ। সোমবার বেলা ৪টায় দিনের শেষ ট্রিপে ক্যাম্পাস থেকে গাড়ি ছেড়ে যাওয়ার সময় তারা এই তদারকি করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাস ও চালকের লাইসেন্স চেক করার সময় একইসাথে গাড়ির ফিটনেস ও গাড়িতে হেল্পার আছে কিনা এসবও খোঁজ নেন তারা। যেসব গাড়ির ফিটনেস খারাপ ও চালকদের লাইসেন্স ছিলনা তার নাম্বার লিখে নেন তারা। শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ জানান ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব জানান ‘আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালায়। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত যেন নিশ্চিত হয় সেই দায়বদ্ধতা থেকেই আমরা গাড়ির চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস চেক করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। যেসকল গাড়ির ফিটনেস খারাপ ও ড্রাইভারের লাইসেন্স নেই আমরা তার একটা তালিকা করে প্রশাসনকে প্রদান করব।”


শর্টলিংকঃ