চকবাজার ট্র্যাজেডি, রাষ্ট্রীয় শোক সোমবার


ইউএনভি ডেস্ক:

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আজ সোমবার সরকার কর্তৃক রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত একজনের মরদেহ নিয়ে যাচ্ছে স্বজনরা।  পুরোনো ছবি।

জানা গেছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান অথবা ভবনে জাতীয় পতাকা অর্ধ-নমিত থাকবে।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকা আগুনে ঐ ঘটনায় ৬৭ জনের প্রাণহানি ঘটে। আহত হন আরও প্রায় অর্ধশত।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে বলে সেদিন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন।


শর্টলিংকঃ