জোড়া শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান


সারাদুনিয়া ডেস্ক :

আজ শুক্রবার (১০ মে) সকালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দক্ষিণ জাপানের উপকূলে ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎস ছিল ভূগর্ভ থেকে ৩৫ কিলোমিটার নীচে। বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকাল পৌনে আটটার দিকে শক্তিশালী এই জোড়া ভূমিকম্প দুটি আঘাত হানে।

জাপানের মিয়াজাকি-শি শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি৷ শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

চলতি সপ্তাহেই ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। জাপানের হোক্কাইদো দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও কোনো সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ।

শুক্রবারের এই ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র কেউই কোনো সুনামি সতর্কতা জারি করেনি।


শর্টলিংকঃ