জ্ঞানতাপষ ড. শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড পাচ্ছেন অধ্যক্ষ সাফিউল ইসলাম


পুঠিয়া প্রতিনিধি:

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন ও গুড গভার্নন্যান্স এন্ড হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এর যৌথ উদ্যোগে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সফিউল ইসলামকে জ্ঞানতাপষ ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যায়ার্ডে ২০১৯ প্রদানে প্রাথমিকভাবে মনোনীতো করা হয়।

এ উপলক্ষে আগামী ১৮ মে শনিবার বিকাল ৪ টায় বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, সেগুনবাগিচা ঢাকায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, জ্ঞানতাপষ ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যায়ার্ড-২০১৯ প্রদান , দুস্থ শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া, অপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান আালোচক হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি অব্দুস সালাম মামুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ ভাইস চ্যান্সেলর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পীরজাদা শহীদুল হারুল অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রনালয়, লায়ন মোঃ গণি মিয়া বাবুল, এমজেএফ সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ আলম চুন্নু চেয়ারম্যান, গুড গভার্নন্যান্স এন্ড হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।


শর্টলিংকঃ