ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের হাতাহাতি


ইউএনভি ডেস্ক:

সদ্য ঘোষিত ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে নতুন কমিটির পরিচিতি সভায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, নতুন কমিটিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারীদের স্থান দেয়া হয়েছে। বাদ পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সমর্থকরা।এই নিয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ ঘটনার প্রতিবাদ জানান পদবঞ্চিতরা।

সভা চলাকালে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় আমান উল্লাহ আমানের সমর্থকরা ‘অবৈধ কমিটি, মানি না মানবো না’; ‘আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

নতুন কমিটির পরিচিতি সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মো. সালাউদ্দিন ও খন্দকার আবু আশফাকসহ ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

নিপুণ রায় চৌধুরী পরিবর্তন ডটকমকে বলেন, এখানে দুই নেতার কোনো দ্বন্দ্বের বিষয় না। একেবারে তৃণমূল কিছু কর্মী উত্তেজিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। পরে সব ঠিক হয়ে গেছে। খুব ভালোভাবে আমাদের সভা শেষ হয়েছে।

তিনি বলেন, নতুন কমিটি হলে কেউ বাদ পড়লে প্রতিবাদ জানিয়ে থাকে। এটা তেমন কিছু না, গণতান্ত্রিক প্রতিবাদ করতেই পারে। গত ২৭ মার্চ মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ২৬৬ সদস্যের ঢাকা জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বিএনপি।


শর্টলিংকঃ