তানোরে ভাবীকে নিয়ে উধাও ইউনিয়ন আ’লীগ সভাপতি!


তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন বাবুর বিরুদ্ধে তার ফুফাতো ভাইয়ের স্ত্রীকে (তিন সন্তানের মা) নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবুর ফুফাতো ভাই রিয়াজ উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

লিখিত অভিযোগে রিয়াজ উদ্দিন উল্লেখ করেছেন, ফুফাতো ভাই হওয়ার সুবাদে নাজিম উদ্দিন বাবু নিয়মিত তার বাড়িতে যাতায়াত করতেন। গত ৫ মে রিয়াজ ক্ষেতে কাজ করে বাড়িতে এসে বাবু ও স্ত্রীকে একই ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন।

রিয়াজ তাকে আটকানোর চেষ্টা করলে বাবু উল্টো রিয়াজকে মারপিট করে পালিয়ে যায়। বিষয়টি গ্রামবাসীকে জানিয়ে স্থানীয় ইউপি সদস্যেল কাছে বিচার চান রিয়াজ। এরপর বাবু তার ফুফাতো ভাই রিয়াজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা রিয়াজের বাড়ির একটি গরু, ছাগলও নিয়ে যায়।

শনিবার রিয়াজ তার স্ত্রীকে কোথাও না পেয়ে দুইজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযক্ত নাজিম উদ্দিন তালন্দ গ্রামের মৃত ফাইজুদ্দিনের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে রিয়াজের স্ত্রীর দিকে লালসার দৃষ্টি পড়ে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন বাবুর। প্রায়ই রিয়াজের অনুপস্থিতিতে বাবু বাড়ি আসতো।

তালন্দ ইউপি সদস্য আবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোষ অযোগ্য হওয়ায় রিয়াজকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি।

অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন বাবুর মোবাইলে কল করা হলে তিনি বলেন, এসব বিষয় নিয়ে সাংবাদিকদের নাক গলাতে হবে না। কেউ যাতে সংবাদ প্রকাশ না করে সেই ব্যাপারেও হুমকি দেওয়া হয়।


শর্টলিংকঃ