তৃতীয় ধাপে ৩৩ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


ইউএনভি ডেস্ক:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৩৩ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২৫ জেলার ১২৭ টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করে।

ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে। এতে মোট ৩৩ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়া নয়জন ভাইস চেয়ারম্যান ও ১৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলাগুলো হলো- কুষ্টিয়া সদর, মেহেরপুর সদর, মুজিবনগর, কালীগঞ্জ, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝড়া, মুলাদী, হিজলা, নলছিটি, বোরহান উদ্দিন।

শিবচর, কালকিনি, শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভোদরগঞ্জ, ড্যামুডা, গোয়ালন্দ,মানিকগঞ্জ সদর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া, কালীগঞ্জ, পলাশ, মিঠামইন, মতলব উত্তর, মতলব দক্ষিন, হাজীগঞ্জ, আনোয়ারা, উখিয়া।

তৃতীয় ধাপের ভোটের তফসিল অনুযায়ী, এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ছিল ৭ মার্চ পর্যন্ত। ইসির সিদ্ধান্ত আনুযায়ী, উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আগামি ৩১ মার্চ এবং পঞ্চম ধাপের ভোট হবে ১৮ জুন।


শর্টলিংকঃ