শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সাকিবের


ক্রীড়া ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুক্রবার সকালে কলকাতা গেছেন সাকিব আল হাসান। শনিবার থেকে শুরু হওয়া আইপিএলের ১২তম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব।

রোববার কলকাতার বিপক্ষে সাকিবদের প্রথম ম্যাচ। এই ম্যাচে খেলে একটি উইকেট শিকার করলেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাবেন সাকিব।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫৫ ম্যাচ খেলে মোট ৫৭টি উইকেট শিকার করেন শেন ওয়ার্ন।

২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৬০ ম্যাচ খেলে সমান ৫৭টি উইকেট শিকার করেন সাকিব। আর মাত্র একটি উইকেট শিকার করলেই শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১৫৪টি ইউকেট শিকার করেন শ্রীলংকান তারকা ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। আইপিএলে রান সংগ্রহের দিক থেকে সবার ওপরে আছেন সুরেশ রায়না।

চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার ১৭৬ ম্যাচ খেলে এক সেঞ্চুরি এবং ৩৫টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৪ হাজার ৯৮৫ রান করেন। ১৬৩ ম্যাচ খেলে ৪ হাজার ৯৪৮ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন বিরাট কোহলি।


শর্টলিংকঃ