ত্রুটি ধরলেই অ্যাপল দেবে ১৫ লাখ ডলার!


নিজেদের সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করার ক্যাম্পেইন চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

যারা বিভিন্ন সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করেন, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা নিয়ে কাজ করেন তাদের জন্য এটি উন্মুক্ত করছে অ্যাপল।

নতুন এই ক্যাম্পেইনে কুপার্টিনো প্রতিষ্ঠানটির সব ধরনের সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করতে বলবে তারা। ত্রুটি খুঁজে পেলে ১৫ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেবে অ্যাপল।

তবে প্রতিষ্ঠানটি বলেছে, ত্রুটি ভেদে কত ডলার পুরস্কার দেওয়া হবে সেটি নির্ধারণ করা হবে ত্রুটির মাত্রা দেখে।

নতুন এই ক্যাম্পেইনকে ‘বাগ বাউন্টি’ প্রোগ্রাম বলছে না অ্যাপল। কারণ, তারা এখানে নির্দিষ্ট করে ‘প্রত্যেক গবেষক’ ও ‘সবগুলো প্লাটফর্ম’ বলে দিয়েছে। বাগ বাউন্টি প্রোগ্রামে নির্দিষ্ট করে সফটওয়্যারের ত্রুটি খোঁজার কথা বলতো প্রতিষ্ঠানটি।

শুধু অ্যাপল নয়, বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন কোনো সফটওয়্যার বা আপডেট আনলে সেগেুলোতে ত্রুটি খুঁজে বের করার আহ্বান জানায় ইথিক্যাল হ্যাকারদের। তারা যদি কোনো ত্রুটি ধরে দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেয় প্রতিষ্ঠানগুলো।

আগে এমন ত্রুটি খোঁজার কাজ অনেকে শখের বসে করলেও এখন বিশ্বের অনেক দেশেই এটিকে পেশা হিসেবে নিয়েছেন অনেক গবেষক, ইথিক্যাল হ্যাকাররা।


শর্টলিংকঃ