দশ ধরনের গাড়ির ইলেকট্রিক ভার্সন আনছে জিএম


ইউএনভি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি তৈরির কোম্পানি জেনারেল মটরসের বিদ্যুতচালিত গাড়ি বাজারে আসছে। বিভিন্ন ধরনের মোট ১০টি ইলেকট্রিক গাড়ির লাইন আপ নিয়ে ২০২৫ সালে বাজারে প্রবেশ করতে চায় কোম্পানিটি।

দশ ধরনের গাড়ির ইলেকট্রিক ভার্সন আনছে জিএম

ক্যামেরাহীন একটি গবেষণাগার ভ্রমণে এ সংক্রান্ত প্রযুক্তি ও অগ্রগতি রিভিউ করা হয় কয়েকজন সাংবাদিককে।ধারণা করা হচ্ছে, শত বছর পুরনো কোম্পানিটির ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করলে পুরো বাজারটি চাঙ্গা হয়ে উঠবে।‘আলথিয়াম’ নামে একটি নতুন ব্যাটারি প্রযুক্তি উদ্ভাবনের কারণে জিএম এতো আক্রমণাত্বকভাবে বাজারে আসতে পারছে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানিটির প্রতিটি গাড়ি হবে ইউনিবডি এবং রিসাইকেল করা পদার্থে তৈরি।একসঙ্গে ১০টি গাড়ি বাজারে আনার পেছনে যুক্তি হিসেবে জেনারেল মটরসের প্রেসিডেন্ট মার্ক রিউস বলেন, আমরা আমাদের সব ধরনের গাড়ি ব্যবহারকারীদের জন্য একটি ইলেকট্রিক গাড়ির অপশন রাখার ভাবনা থেকে এই সিদ্ধান্ত নিই। কারণ, যিনি এসইউভি ব্যবহার করেন তিনি অন্য ধরনের গাড়ি ব্যবহার করতে নাও চাইতে পারেন।জেনারেল মটরস তাদের বিখ্যাত হামারেরও ইলেকট্রিক ভার্সন বাজারে আনতে যাচ্ছে।


শর্টলিংকঃ