নভেম্বরে বিচ্ছিন্ন ৫ লাখ ইন্টারনেট সংযোগ


ইউএনভি ডেস্ক:

গত বছর নভেম্বর মাসে দেশে ইন্টারনেট সংযােগ ছয় লাখ কমেছিল। কাকতালীয়ভাবে এবার নভেম্বরেও ঘটল একই ঘটনা।

চলতি বছরের এগারতম মাসে টেলিকম খাত সব মিলিয়ে হারিয়েছে পাঁচ লাখ ১০ হাজার কার্যকর ইন্টারনেট সংযোগ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মঙ্গলবার প্রকাশ করেছে প্রতি মাসের গ্রাহক সংখ্যার হিসাব। এতে দেখা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে নয় কোটি ৯০ লাখের কিছু বেশি।

অক্টোবরের শেষে এই অংক ছিল নয় কোটি ৯৫ লাখ ৭০ হাজার।

নভেম্বর মাসে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে মোবাইল ইন্টারনেট। অক্টোবরে যেখানে নয় কোটি ৩৭ লাখ ৯০ হাজার সংযোগ নিয়ে মাস শেষ করেছিল, সেখানে পরের মাসে তা নেমে গেছে ৯ কোটি ৩৩ লাখে।

তাছাড়া, মরতে বসা ওয়াইম্যাক্স সংযোগও ৩৮ লাখ থেকে ৫ হাজারে নেমে এসেছে।

তবে ফিক্সড ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা এক হাজার বেড়ে ৫৭ লাখ ৩৯ হাজার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইন্টারনেট সংযোগে ভাটার টান থাকলেও নভেম্বর মাসে মোবাইল সংযোগ বেড়েছে ৬ লাখ ৬২ হাজার।

চাপে থেকেও সংযোগ বাড়ছে গ্রামীণফোনের। নভেম্বরে তাদের নেটওয়ার্কে যুক্ত হয়েছে ৪৮ হাজার নতুন গ্রাহক। এতে সর্বশেষ হিসাবে তাদের সংযোগ সাত কোটি ৬১ লাখ ১৫ হাজার হয়েছে।

শেষ হওয়া মাসে রবি পেয়েছে তিন লাখ ৯৩ হাজার নতুন সংযোগ। তারা এখন আছে চার কোটি ৮৭ লাখে।

বাংলালিংক নতুন ৬৩ হাজার সংযোগ পেয়ে হয়েছে তিন কোটি ৫১ লাখ ১২ হাজার।

এ মাসে টেলিটক দেড় লাখ নতুন গ্রাহক পেয়েছে। ফলে তারা পৌঁছেছে ৪৮ লাখ ৬২ হাজারে।


শর্টলিংকঃ