নাচোলে ডাসকোর উদ্যোগে নারী অধিকার শীর্ষক যৌথসভা


নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক জোটের সাথে নারীর অধিকার শীর্ষক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের কারিগরি সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক জোটের সাথে নারীর অধিকার শীর্ষক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা, বুলবুল আহম্মেদ, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ডাসকো ফাউন্ডেশন নাচোল শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহবুব আলম, ট্রেইনার আবুল কালাম আজাদ,ফিল্ড অফিসার কারিমা খাতুন, তথ্য কর্মকর্তা খাদিজা খাতুনসহ স্থানীয় সাংবাদিক, কাজী, ইমাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ডাসকো ফাউন্ডেশনের এ প্রকল্পের বিভিন্ন লক্ষ্য উদ্যোশ্য তুলে ধরেন ট্রেইনার আবুল কালাম আজাদ। পরে উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহবুব আলম। উন্মুক্ত আলোচানায় বক্তব্য রাখেন শিক্ষক ছবিলাল, সাংবাদিক আব্দুস সাত্তার, শহিদুল ইসলাম ,মাওঃ এনামুল হক, মনিরুল ইসলাম। আলোচনাসভায় বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী অধিকার সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা করা হয়।

 


শর্টলিংকঃ