নাচোলে বাল্যবিয়ে ও নারী নির্যাতন বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সিসিডিবি-সিপিআরপি উদ্যোগে যৌতুক,বাল্য বিয়ে ও নারী নির্যাতন বিরোধী র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১০টায় নাচোল উপজেলা থেকে একটি র‌্যালী পৌর এলাকার প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিডিবি সিপিআরপির চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার দর্কা সেন, প্রোগ্রাম অফিসার হিউবার্ট বাড়ৈ, প্রশিক্ষক সিবিয়া মিত্র।

এছাড়া নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী নেত্রীবৃন্দ যৌতুক, বাল্য বিয়ে ও নারী নির্যাতন বিরোধী বক্তব্য রাখেন।

আরোও পড়তে পারেন:মুজিববর্ষ উপলক্ষে প্রশিক্ষণ পাচ্ছে ৬০ নারী ও কিশোরী


শর্টলিংকঃ