নাটোরে বিদ্যুতায়ন শতভাগ, লোকসান অর্ধেকে


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ গত ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ২০১৮-১৯ অর্থবছরে লোকসানের পরিমাণ অর্ধেকের কমে নেমে এসেছে। পাশাপাশি সমিতির আওতাভুক্ত ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ১০ কোটি ১১ লাখ ৯২ হাজার ৭২৫ টাকা যা পরবর্তী বছরে কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৬৯৮ হাজার টাকা।

শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়াস্থ সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। সমিতি বোর্ডের সভাপতি ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, অন্যান্য অতিথিদের মধ্যে সারদা পুলিশ প্রশাসনের পুলিশ সুপার মিজানুর রহমান, সমিতির জেনারেল ম্যানেজার মোমীনুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার গোবিন্দ আগারওয়ালা, সুবীর কুমার দত্ত, মোক্তার হোসেন, মহিতুল ইসলাম, শওকত হোসেন , পরিচালক মন্ডলীর সদস্যগণ, বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাটোর পল্লী বিদ্যুৎ-২ এর আওতায় জেলার বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া (আংশিক-দয়ারামপুর ইউনিয়ন) এবং রাজশাহী জেলার বাঘা ও চারঘাট উপজেলা এলাকার ৭১৫টি গ্রামে ৪ হাজার ৪শত ২ কিলোমিটার লাইন নির্মাণের মধ্য দিয়ে ৩ লাখ ৪৬ হাজার ৪শত ৭১ জন গ্রাহক বিদ্যুৎ সেবা পাচ্ছে।

যা ‘শতভাগ বিদ্যুতায়তন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। চলতি অবস্থায় ইউনিট প্রতি বিদ্যুৎ এর ঘাটতি দেখানো হয়েছে ০ দশমিক ১৬ পয়সা। সভার শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ গ্রাহক ও রাফেল ড্র এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


শর্টলিংকঃ