নাসিমের সঠিক বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন কাইফ


এবার পাকিস্তানের নতুন চমক হয়ে এসেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে নজর কেড়েছেন নাসিম শাহ। বল হাতে ডানহাতি পেসারের গতি ও বাউন্সে মজেছে ক্রিকেটবিশ্ব। অনেকেই তাকে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলছেন। ২২ গজে দারুণ পারফরম্যান্সের পরও বিতর্কের কেন্দ্রে নাসিম। যদিও সেটি মাঠের বাইরের এক ইস্যুতে। তার সঠিক বয়স কত? এ প্রশ্নটা খোদ ভারতীয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের।

এ মুহূর্তে নাসিমের বয়স নিয়ে ক্রিকেট দুনিয়ায় জোর কানাঘুষা চলছে। পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)দাবি করেছে, তার বয়স মাত্র ১৬ বছর।

চিরপ্রতিদ্বন্দ্বী বোর্ডের এ দাবির পরই সোশ্যাল মিডিয়ায় নাসিমের বয়স নিয়ে মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার আগের ক্রিকেটার কাইফ। তিনি পাক সাংবাদিকের পুরনো একটি টেক্স রিটুইট করেছেন। যেখানে ওই সাংবাদিক নাসিমকে অনেক আগেই ১৭ বছরের উঠতি ট্যালেন্ট বলে উল্লেখ করেন।

সেই টুইট পোস্ট করে কাইফ লিখেছেন- এখন কী বয়স উল্টো দিকে কাউন্ট (গণনা) হয়! এখনও বয়স ১৬! অবাক কাণ্ড।

নাসিমকে নিয়ে অবশ্য সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই তার বিরুদ্ধে বয়স কমানোর অভিযোগ তুলেছেন।

তবে এ প্রতিক্রিয়া তৈরি হওয়ার পরও পিসিবি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বোর্ড সিইও ওয়াসিম খান বলেন, লোকে কী বলল বা ভারতের পক্ষ থেকে কী মন্তব্য উড়ে এলো– সেটি নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। ১৬ বছর বয়সে নাসিম দারুণ অভিষেক করেছে। দিন শেষে সেটিই বড় কথা।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে ১ উইকেট পেয়েছেন নাসিম। কিশোর বোলার অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করেন।


শর্টলিংকঃ