নিজেদের খাবার বাঁচিয়ে দুস্থদের ত্রাণ দিল রাজশাহী বিজিবি


নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী বিজিবি সেক্টর এবং তার অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। 

এর অংশ হিসেবে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় নিজস্ব রসদ থেকে বাঁচিয়ে ৫৩০ টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

এরইমধ্যে ১৫ আগস্ট রবিবার সেক্টর সদর দপ্তর, রাজশাহী ও সহাবস্থিত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পদ্মা নদীর চর খানপুর এলাকায় ৮০টি দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

উক্ত খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী ও মেজর মোঃ জাকারিয়া আজম, পিএসসি, ভারপ্রাপ্ত অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।


শর্টলিংকঃ