পবায় ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত‌। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম।

সকাল সাড়ে নয়টার দিকে নওহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনসুর রহমান।

ওই ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় মাত্র কয়েক জন ভোটারের উপস্থিতি। এই ভোটকেন্দ্রের পাশেই আরেকটি কেন্দ্র নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে সকাল পৌনে দশটায় গিয়ে মাত্র কয়েক জন ভোটারের দেখা মেলে।

পবা উপজেলার অধিকাংশ কেন্দ্রেই এমন চিত্র দেখা গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনসুর রহমান ইউনিভার্সাল২৪নিউজকে বলেন, মহিলা ভোটাররা রান্নাবান্নার কাজ করছেন। তারা স্বামীকে ভাত খাইয়ে ভোট কেন্দ্রে আসবেন। এছাড়া সকাল বেলা ভোটারদের কাজ থাকায় উপস্থিতি কম তবে বেলা বাড়লে ভোটারের উপস্থিতি বাড়বে বলে তিনি আশা করেন।

পবা উপজেলায় এবার ভোট সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১২৭জন। ভোট কেন্দ্র রয়েছে ৭৯টি। এর মধ্যে ৬৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছেন সাত প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাবসহ পুলিশ এবং আনসার সদস্যরা।

পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।


শর্টলিংকঃ