পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার বেড়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরধরে সংঘর্ষের ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হক আলী শেখ (২৮)। এ ঘটনায় পুলিশ আসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে। নিহত হক আলী শেখ বেড়া উপজেলা সদরের শেখপাড়া মহল্লার মৃত মোবারক শেখের ছেলে।

এলাকাবাসি সুত্র জানায়, বেড়া পৌর এলাকার  শেখপাড়া মহল্লার মৃত মোবারক শেখের ছেলে মেয়েদের সাথে বাড়ির সীমানা নিয়ে পাশ্ববর্তী মৃত লিয়াকত শেখের ছেলে মেয়েদের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরধরে গত সোমবার ১০জুন মৃত লিয়াকত শেখের ছেলে মুন্না, রাজু সহ ১৫ থেকে ২০জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোবারকের বাড়িতে হামলা চালায়।

এতে ৫ থেকে ৬ জন আহত হয়। আহতদের মধ্যে হক আলী শেখ (২৮), ফরিদ (৪০), ফয়সাল (২২) কে উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে হক আলী শেখ ও ফরিদের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মঙ্গলবার সকালে হক আলী শেখ মারা যায়।

বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, দুইপক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে এ ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসলাম নামের একজনকে আটক করেছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।


শর্টলিংকঃ