পাবনায় উগ্রবাদ দমনে সেমিনার অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি:

পাবনায় উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের আয়োজনে রবিবার পাবনা পুলিশ লাইনস শহীদ মুক্তিযোদ্ধা এ এস আই আব্দুল জলিল মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে জঙ্গিবাদ বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আহমেদুল ইসলাম পিপিএম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহেদ নেওয়াজ, প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ ,সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, কেবল পুলিশ কিংবা প্রশাসনের মাধ্যমে জঙ্গিবাদ, উগ্রবাদী তৎপরতা নির্মূল করা সম্ভব নয়। এ কাজে তৃণমূল পর্যায়ের গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে মূখ্য ভূমিকা রাখতে পারেন।

জঙ্গিবাদ কেবল একজন ব্যক্তির নয়, পুরো পরিবার ও সমাজের জন্য বিপর্যয় ডেকে আনে। তাই নতুন প্রজন্ম যেন অবক্ষয়ের শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সেমিনারে পাবনার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্য,বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ