পাবনায় প্রতিবন্ধীদের সুরক্ষা আইন বিষয়ক কর্মশালা


পাবনা প্রতিনিধি:

পাবনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


পাবনা সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে সোমবার সদর উপজেলা পরিষদের এ্যাডভোটেক শেখ শহীদুল্লাাহ বাচ্চু মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। প্রকল্প কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার গোলাম সরওয়ার ও সদর থানার অফিসার ইনর্চাজ নাছিম আহম্মেদসহ অনেকে। কর্মশালায় প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সার্বিক বিষয়গুলো তুলে ধরে আলোচনা করেন সিআরপি’র প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান।

কর্মশালায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সিআরপি’ হিয়ার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড।

কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় উপজেলা কমিটিকে আরও জোড়ালো ভূমিকা রাখতে হবে বলে দাবী জানানো হয়।

 


শর্টলিংকঃ