পাবনায় শিশু শিক্ষার্থীদের মাঝে ফুলের টব ও বীজ বিতরণ


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

মাটির সাথে সম্পর্ক সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি, দায়িত্ববোধ তৈরি এবং বিদ্যালয়ে নিয়মিত আসার অধিকতর আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পাবনায় প্রথম শ্রেণিতে পড়ুয়া দশ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে ফুলের টব ও বিভিন্ন গাছের বীজ বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।

পাবনায় শিশু শিক্ষার্থীদের মাঝে ফুলের টব ও বীজ বিতরণ

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। ফুলের টব ও বীজ পেয়ে আনন্দের ঝিলিক ফুটে উঠে শিশু শিক্ষার্থীদের চোখে মুখে।

অনুষ্ঠানে সকলকে নিজ নিজ বাড়ির চারদিকে গাছ লাগাগোর আহবান জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাংবাদিক আব্দুল মতীন খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন প্রমূখ।


শর্টলিংকঃ