পুঠিয়ায় নির্বাচনী প্রচারণায় সংঘর্ষে আহত ৫


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় পৌরসভা নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় আ’লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী আল মামুন খানসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।

আ’লীগ মনোনিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ড নির্বাচনী কমিটি করতে আজকে আমরা আলী হোসেন মার্কেটে বৈঠকে বসি। সে সময় আমাদের কাছে খবর আসে বিএনপির প্রার্থী ও তার ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করেছে। আল মামুন খান নিজে আমার নির্বাচনী তিনজন কর্মীকে পিটিয়ে জখম করেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করতে থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ হোসেন দু’গ্রুপের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে ভাংচুরকৃত মোটরসাইকেল ও অটোরিকশা আমরা উদ্ধার করেছি। আর সংঘর্ষ এড়াতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শর্টলিংকঃ