পুঠিয়ায় একই দিনে ৬ জন করোনা আক্রান্ত


পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় নতুন করে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন স্বাস্থ্যকর্মীসহ ব্যাংকারও রয়েছেন। সোমবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আকতার।

নতুন করে আক্রান্তরা হচ্ছেন, মাহাবুর রহমান (৪৮), এনামুল হক (৪৪), আজিজুর রহমান (৬৫), হাসিবুর রহমান (৩৪), জামিল মাহমুদ (২৬) ও মোশারফ হোসেন (২৩)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আকতার বলেন, নতুন করে ৬ জন করোনা আক্রান্ত রোগিদের মধ্যে একজন রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের নিজ বাড়িতেই আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

আমাদের চিকিৎসক টিম সার্বক্ষনিক তাদের চিকিৎসা সেবা পর্যবেক্ষন করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বলেন, বিগত দিনে এখানে আইনজীবিসহ ১৪ জন করোনা রোগি সনাক্ত হয়েছে। তবে আজ সর্বোচ্চ ৬ জন করোনা রোগি সনাক্ত হলো। ইতিমধ্যে আক্রান্ত রোগিদের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।


শর্টলিংকঃ