বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না: লিটন


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যতদিন মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে, ততদিন কারও কোনো অসৎ উদ্দেশ্য বা ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হবে না।


১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও এর নেপথ্যের কুশীলবদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

মেয়র লিটন বলেন, আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবান। অস্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতা দখল করেছে। তারা কীভাবে সরকার গঠন করবে এটা তাদের বিষয়। এটা নিয়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই। তবে আমাদের দেশের অনেকে ভাবছে আমরা এখন অস্ত্র পাব, ট্রেনিং পাব। কিন্তু সেই ষড়যন্ত্রও মোকাবিলা করা হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গিরা ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে ৫ শতাধিক জায়গায় বোমা হামলা চালিয়েছিল। কিন্তু নেপথ্যের অনেকেই এখনো সামনে আসেনি। তাদেরও সামনে আনতে হবে। দ্রুতবিচারের মুখোমুখি করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না।

সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ অনেকে বক্তব্য রাখেন।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


শর্টলিংকঃ