বাগমারার মাড়িয়া ইউনিয়নে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ


বাগমারা প্রতিনিধি:

করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারা উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়নে গরীব, দুস্থ ও অসহায় লোকজনের মাঝে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সরকারী এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বাগমারার মাড়িয়া ইউনিয়নে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের এই সকল মানুষ। তাদের কথা চিন্তা করে সরকার করোনা সংকট মোকাবেলায় ত্রাণ সহায়তা প্রদান করছেন। সোমবার বিকেলে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে মাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ ইউপি সদস্য, বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ