সাপাহারে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিলেন ইউএনও কল্যাণ চৌধুরী


সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: 

দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিস্ম আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষেরা। এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতি মোকাবিলায় নওগাঁর সাপাহারে ১ হাজার পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী আফিসার কল্যাণ চৌধুরী।

সাপাহারে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিলেন ইউএনও কল্যাণ চৌধুরী

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আসা ত্রাণ সামগ্রী সোমবার সকাল ১০টা থেকে দিন রাত সমান তালে উপজেলার ৬টি ইউনিয়নের ১হাজার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী আফিসার কল্যাণ চৌধুরী উপস্থিত থেকে প্রতিটি পরিবারের মধ্যে ১০কেজি চাল,২কেজি আলু ,৫শ গ্রাম ডাল ও একটি করে সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, পিআইও সোয়াইব হোসেন সহ গণমাধ্যমকর্মীগণ ।


শর্টলিংকঃ